মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে আয়োজিত হল কবাডি প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে আয়োজিত হল এক দিনের দিনরাতের কবাডি প্রতিযোগিতা। আজকের ইন্টারনেট যুগে গ্ৰাম থেকে শহরের শিশু থেকে যুবসমাজ খেলাধূলা ভুলতে বসেছে। খেলার মাঠ আর আধুনিক সমাজকে আকর্ষণ করে না। তাই খেলার মাঠগুলো আগাছায় ভর্তি। সবাই মুঠো ফোনে আসক্ত। তাই যুবসমাজকে মাঠমুখো করতে সরকার থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। এরকম‌ই প্রচেষ্টা নিয়ে মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে আয়োজিত হল শহরের দেওয়ানবাবা চক ময়দানে শহরের বিভিন্ন ক্লাবকে নিয়ে আটটি দলের প্রথম বর্ষের কবাডি প্রতিযোগিতা। এই সামাজিক সংগঠনটি গত চল্লিশ বছর ধরে সাধারণ মানুষের স্বার্থে নানা ধরনের সামাজিক কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু খেলার মাঠে এই প্রথম।

সংগঠনের সম্পাদক সরফরাজ খান জানান যে, এই বছর প্রথম কবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী দিনে আমরা ফুটবল, ভলিবল সহ নানা ধরনের খেলাধূলার প্রতিযোগিতা শুরু করবো। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অতিরিক্ত সুপার রাশেদা বেগম, সমাজসেবী সুজয় হাজরা, সংগঠনের সম্পাদক সরফরাজ খান, সমাজসেবী ফিরোজ খান, সমাজসেবী এডি বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

One thought on “মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে আয়োজিত হল কবাডি প্রতিযোগিতা

  1. Olpnep says:

    Hi!
    Boost your earnings with binary options trading on our platform. High returns up to 200% with a minimum deposit of only $200. Simple, fast and secure trading with real-time market analysis. Trade on-the-go or from home with our user-friendly interface and top security measures. Start your successful journey now!

    WARNING! If you are trying to access the site from the following countries, you need to enable VPN which does not apply to the following countries!
    Australia, Canada, USA, Japan, UK, EU (all countries), Israel, Russia, Iran, Iraq, Korea, Central African Republic, Congo, Cote d’Ivoire, Eritrea, Ethiopia, Lebanon, Liberia, Libya, Mali, Mauritius, Myanmar, New Zealand, Saint Vincent and the Grenadines, Somalia, Sudan, Syria, Vanuatu, Yemen, Zimbabwe.
    https://trkmad.com/101773
    Sign up and start earning from the first minute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *