Raging, Purulia, পুরুলিয়ার জওহর নবোদয় বিদ্যালয়ে র‍্যাগিং- এর শিকার ছয় সপ্তম শ্রেণির ছাত্র, বহিষ্কার অভিযুক্তরা

সাথী দাস, পুরুলিয়া, ৯ মার্চ: পুরুলিয়ার জওহর নবোদয় বিদ্যালয়ে র‍্যাগিং-এর শিকার ছয় জন সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে আশঙ্কা। সিবিএসসি বোর্ডের কেন্দ্রীয় ওই আবাসিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির গাফিলতির অভিযোগ উঠছে। যদিও প্রাথমিক তদন্তে অভিযুক্ত নবম শ্রেণির তিন আবাসিক ছাত্রকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

পুরুলিয়া শহর লাগোয়া ওল্ড মানবাজার রোডে ছোট বলরামপুর এলাকায় অবস্থিত ওই স্কুলটি অবস্থিত। কেন্দ্রীয় সরকার পরিচালিত আবাসিক ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫২০ ছাত্র ছাত্রী পড়াশোনা করে। স্কুল চত্বরে নীলগিরি হাউসে ৪৪ জন ছাত্র থাকে। শুক্রবার রাত দশটার পর ওই হোস্টেলে জুনিয়র ওই ছাত্রদের নবম শ্রেণির ছাত্ররা বিবস্ত্র করে নির্যাতন চালায় বলে অভিযোগ। আতঙ্কে ওই সপ্তম শ্রেণির ছাত্ররা অনিদ্রায় রাত কাটায়। পরদিন ঘটনা জানাজানি হয়। পর দিনই প্রাথমিক তদন্তে অভিযুক্ত তিন ছাত্রকে চিহ্নিত করে। ঘটনার খবর পেয়ে রবিবার অভিভাবকরা স্কুলে পৌঁছান। স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করে। ঘটনার পর হাউস মাস্টারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে।

সি সি ক্যামেরার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষ রাজন কুমার আজ তাঁর কক্ষে অভিভাবকদের একাংশের সঙ্গে ঘটনা নিয়ে বৈঠক করেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি না হলেও স্কুলের প্রতিনিধি হিসেবে গণিত বিভাগের প্রধান বিশ্বজিৎ মণ্ডল বলেন, “স্কুলে এই ধরনের ঘটনা প্রথমবার। আমাদের অধ্যক্ষ প্রার্থনার সময় এবং হাউস মাস্টার ও প্রধান শিক্ষক হাউসে গিয়ে ছাত্রছাত্রীদের র‍্যাগিং সম্পর্কে সচেতনতা বাড়ান। নজরদারি বাড়াতে স্কুলের বিভিন্ন স্থানে আমরা সিসি ক্যামেরা বসিয়েছি। এটা আরও বাড়ানো হবে। তবে, ঘটনার খবর পেয়েই বরদাস্ত না করে দ্রুততার আইনানুগ কড়া ব্যবস্থা গ্রহণ করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *