আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ মার্চ: গত রাতের শুট আউট- এর পর আজ থমথমে বেলঘড়িয়া। এই গুলি কান্ডে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বেলঘড়িয়া থানার পুলিশ। আহত সন্তু দাসের অবস্থা স্থিতিশীল। অপরদিকে বিকাশ সিং- এর অবস্থা আশঙ্কাজনক। তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে তার অস্ত্রোপচার হয়। আহত বিকাশ সিং- তৃণমূল নেতা বলে দাবি এলাকার বাসিন্দাদের।
এদিন বেলঘড়িয়ার শ্যুট আউট প্রসঙ্গে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রতিক্রিয়া দেন। এদিন তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তুলোধোনা করে বলেন, মদন মিত্রের তার এলাকাকে নিজের কন্ট্রোল রাখতে পারে না। আইএনটিটিইউসি নেতারা বেশি গুলি খাচ্ছে। এখানে ক্রিমিনালরা নিরাপত্তা পায়। ৪০০ ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। পুলিশের কিছু করার নেই, সিভিক ভলান্টিয়ার থানা চালাচ্ছে। বারাকপুর থেকে তারা খেয়ে কামারহাটিতে সেল্টার নিয়েছে। কামারহাটি, পানিহাটি ক্রিমিনালদের মরুদ্যান।