আমাদের ভারত, ১৮ এপ্রিল:
দিনভর শান্তিপূর্ণ কাটলেও রামনবমীর রাতে মুর্শিদাবাদের শক্তিপুরে গতবারের মতোই অশান্তির ছবি দেখা গেল। রাম নবমীর মিছিলে ইটবৃষ্টি, বোমাবাজি, আগুন কোনটাই বাদ যায়নি। এই ঘটনায় ভোটের মুখে মেজাজ হারাতে দেখা গেল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে। বিক্ষোভের মুখে পড়তেই ধাক্কা দিলেন বিজেপির জেলা সভাপতিকে।
বুধবার রাতে আহতদের হাসপাতালে দেখতে গেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয় বিজেপি। তাতেই রেগে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। অভিযোগ, সেই সময় বিজেপির জেলা সভাপতিকে তিনি ধাক্কা দিয়েছেন। এই নিয়ে অধীর চৌধুরীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলেন, “অধীর চৌধুরীর এইরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান এর সামনে রোজই আমাদের পড়তে হয়। উনি আমাদের সভাপতিকে ধাক্কা মেরেছেন। আমাদের সভাপতির ঠোঁট কেটে গিয়েছে। আসলে উনি এখনো নেতা হয়ে উঠতে পারেনি গুন্ডাই থেকে গেছেন।”
প্রসঙ্গত বুধবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার কান্ড ঘটে। শক্তিপুরে রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান অধীর চৌধুরী। হাসপাতালে পৌঁছাতেই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। অভিযোগ, কংগ্রেস নেতা আসার পরে সেখানে তর্কাতর্কি ধস্তাধস্তি বেধে যায়। হাসপাতালের ভিতরে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার। ওদিকে অধীর চৌধুরীকে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে প্রথমে তাঁর নিরাপত্তা রক্ষীরা ধাক্কা দেয়। পরে অধীর চৌধুরী নিজেও বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে।