আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ এপ্রিল: ভাটপড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডে প্রকাশ্যে এক তৃণমূল সমর্থককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাটপাড়ার ১৩ নম্বর গলির ধর্মশালা এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থকের নাম পিন্টু চৌহান। তিনি জুট মিলের কর্মী। প্রকাশ চৌধুরী নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে উঠছে গুলি চালানোর অভিযোগ।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে ১৩ নম্বর গলির ৪ নম্বর বাজার এলাকায় কয়েকজন তৃণমূল সমর্থক বসেছিলেন। সেই সময় বিজেপি কর্মী হিসেবে পরিচিত অভিযুক্ত প্রকাশ চৌধুরী ওই তৃণমূল সমর্থকদের কাছে গিয়ে পিন্টু চৌহানকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলিটি আক্রান্তের গলা ছুঁয়ে বেরিয়ে যায়। পিন্টুকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে আহত তৃণমূল সমর্থক। এই ঘটনা জানাজানি হতেই বিএন বসু হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, বিধায়ক সোমনাথ শ্যাম সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।
এদিন পার্থ ভৌমিক বলেন, ঘটনাটা দুঃখজনক। তবে ব্যারাকপুরে যারা গুন্ডামি করছে, আর মানুষকে গুন্ডামি করে ভয় দেখাচ্ছে এটা আমরা শেষ করবো।
অপর দিকে বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অর্জুন সিং বলেন, “অভিযুক্ত প্রকাশ চৌধুরী বিজেপি কর্মী নয়। পুলিশ ভাটপাড়াকে উত্তপ্ত করাচ্ছে।”