আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ এপ্রিল: লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই নজর কাড়া কেন্দ্র ব্যারাকপুরের তৃণমূল ও বিজেপি নেতৃত্ব বিভিন্ন কারণ দেখিয়ে একে ওপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। এবার বিজেপি প্রার্থী অর্জুন সিং- এর বিরুদ্ধে গতকাল রাম নবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম।
রাম নবমীর মিছিলে অস্ত্র নিষিদ্ধ হওয়া সত্বেও সেদিন অস্ত্র হাতে ভাটপাড়ায় অনুষ্ঠিত হয় রাম নবমীর মিছিল। সেই মিছিলে প্রথম সারিতে ছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগ, তিনি নিজে অস্ত্র হাতে নিয়ে সেই মিছিলে অংশ নিয়েছেন। এই অভিযোগ এনে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, বিজেপি প্রার্থী অর্জুন সিং আদালতের নির্দেশ অমান্য করে দাঙ্গা লাগানোর উদ্যেশ্যে অস্ত্র হাতে রাম নবমীর মিছিল করেছেন। এই গোটা বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জানিয়েছেন বলে দাবি বিধায়কের।