Ramnavami, Murshidabad মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা-বোমাবাজি! তৃণমূলের অঙ্গুলি হেলনেই ঘটনা ঘটেছে, এনআইএ তদন্তের দাবি সুকান্তর

আমাদের ভারত, ১৮ এপ্রিল:
মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে পাথর ছোড়া ও বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, তৃণমূলের নেতাদের অঙ্গুলি হেলনেই এই ঘটনা ঘটেছে। বহু জায়গায় তৃণমূল এটা চেষ্টা করলেও সফল হয়নি। কিন্তু এখানে হয়েছে।

মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হিংসাত্মক ঘটনা ঘটেছে। বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হয়েছে মিছিলকে লক্ষ্য করে। বোমা ছোড়া হয়েছে মিছিলে। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত আহত হয়েছে। এমনকি পুলিশও আহত হয়েছে এই ঘটনায়। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল প্রধান এবং ওখানকার বিধায়কের অঙ্গুলি হেলেনেই পুরো বিষয়টি ঘটেছে। তৃণমূল এর পেছনে আছে। রামনবমীর শান্তিপূর্ণ শোভাযাত্রায় তৃণমূল আক্রমণ চালিয়েছে। টিএমসি অফিস থেকে হামলা হয়েছে। তৃণমূলের উদ্দেশ্য একটাই , সংখ্যালঘু ভোটকে প্রভাবিত করা। সেই ইচ্ছে নিয়েই বহু জায়গায় পরিকল্পনা করে এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় সফল না হলেও, এই একটা জায়গায় সফল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে মানুষ পড়ে গেছে। কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা চালিয়েছে। কিন্তু এটা চলতে পারে না এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল সেটা ডালখোলা হোক, হাওড়া হোক বা শ্রীরামপুর হোক তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে সোজা করছে। এদেরকেও উল্টো করে টাঙিয়ে সোজা করবে, চিন্তার কিছু নেই। এন আই এ তদন্ত চাই এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছাড়ানো হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমীর দিন উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের রেজি নগর বিধানসভার শক্তিপুর থানা এলাকা। দুষ্কৃতীদের বিরুদ্ধে রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও মানিক্যহার এলাকাতে হামলা চলেছে বলে খবর। রাম নবমীর মিছিলে। বাড়ির ছাদ থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছুড়েছে দুষ্কৃতীরা। মিছিল লক্ষ্য করে বোমাবাজি হয়েছে। মানিক্যহারে অবাধে লুটপাট চালানো হয়েছে কয়েকটি দোকানে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। শক্তিপুর এর ঘটনায় মোট কুড়িজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর মধ্যে একজন মহিলার অবস্থা অত্যন্ত গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *