Mamata, Jhargram, তাঁর দীর্ঘায়ু কামনায় মন্দিরে পুজো, কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন ঝাড়গ্রামে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ জানুয়ারি: রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সাবিত্রী মন্দিরে পুজো দিল “ঝাড়গ্রাম জেলা খেলা হবে সোশ্যাল মিডিয়া কমিউনিটি”। পুজো দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়। এদিন মুখ্যমন্ত্রীর নাম ও গোত্র বলে পুজো করেন মন্দিরের পুরোহিত।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, সাংসদ কালীপদ সরেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি মাহাতো, শহর মহিলা তৃণমূলের সভানেত্রী কেয়া আচার্য, শহর তৃণমূল সভাপতি নবু গোয়ালা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন মাহাতো, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, ঝাড়গ্রাম যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আর্য ঘোষ, রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিদ্যুৎ ঘোষ, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, ঝাড়গ্রাম জেলা খেলা হবে সোশ্যাল মিডিয়া কমিউনিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল, ডিস্ট্রিক্ট ইনচার্জ রেহান আলী, রাজ্য সহ সভাপতি বিভাষ মাহাতো সহ অন্যান্যরা সদস্যরা। পুজো শেষে মন্দিরের সামনে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

ছত্রধর মাহাতো বলেন, “আমাদের জেলার সমস্ত তৃণমূল নেতা ও কর্মীদের নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে আমরা সাবিত্রী মন্দিরে পুজো দিলাম। আমরা পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আমাদের জননেত্রী যেন দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকতে পারে। সুস্বাস্থ্য নিয়ে সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষের সেবা করতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *