আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ অক্টোবর:
হাবড়ায় ধর্ষিতা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের আগে পর্যন্ত অভিযুক্তকে ধরার চেষ্টা হয়নি। এই অভিযোগে সোমবার হাবড়া থানার সামনে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চার সমর্থকরা।
পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণের ঘটনার দেড় মাস হয়ে গেলেও অভিযুক্ত কলকাতা পুলিশের গাড়ির চালক ধরা পড়েনি এবং নিগৃহীতার অস্বাভাবিক ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার পরে সেই ধর্ষককে ধরা হলো। সমস্ত বিষয় নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাবড়া থানার সামনে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপি কর্মীবৃন্দ।
প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। এর পরই মৃত্যু হয় নির্যাতিতার। অভিযোগ ওঠে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল নির্যাতিতার দেহ। সেই ঘটনায় কলকাতা পুলিশেরই এক কর্মী এবং তাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রীর গ্রেফতারের খবর সোমবার জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার স্বামীকেও।
ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। নির্যাতিতা মহিলা সেই পুলিশ কর্মীর বাড়িতেই ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। শ্বশুর বাড়ির লোকেদের অত্যাচারের জেরেই নাকি সেখানে থাকতেন সেই মহিলা। তবে ধর্ষণের পরে শ্বশুর বাড়ি ফিরে গিয়েছিলেন নির্যাতিতা। তাঁর মৃতদেহ শ্বশুর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে।