আমাদের ভারত, ১৪ অক্টোবর: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার দাবি জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সোমবার দ্বাদশীর দিন মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন বিমানবাবু।
বামফ্রন্টের বক্তব্য, মুখ্যমন্ত্রী এই আন্দোলনের ব্যাপারে নির্বিকার। ইচ্ছাকৃত ভাবে নির্বিকার থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে হবে।
বিমান বসুর এই চিঠি নিয়ে এদিন বিকেল থেকে কৌতূহলের স্রোত বইতে শুরু করে। অনেকে মনে করছেন, জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন থেকে বের করে আনতে সম্মানজনক পথ খোঁজার চেষ্টা শুরু হয়েছে। আবার অনেকের অনুমান আন্দোলনে জনসমর্থনের আঁচ বুঝে এর জোয়ারে গা ভাসানোর চেষ্টা করছে ধুঁকতে থাকা সিপিএম।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে বিমানবাবু এদিন লিখেছেন, “৫ অগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন শুরু হয়েছে। তাঁরা জল ছাড়া কিছু খাচ্ছেন না। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। কিন্তু আপনি নির্বিকার।”