পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: জাঁক জমকপূর্ণ, জমকালো কার্নিভাল অনুষ্ঠিত হলো মেদিনীপুরে। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা থেকে গোলকুঁয়াচক পর্যন্ত এলাকাজুড়ে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়। মেদিনীপুরের ১৭টি পুজো কমিটির সদস্যরা এই কার্নিভালে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সেচমন্ত্রী মানস ভুঁইঞা বলেন, এটাই বাংলার সংস্কৃতি। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। সকলে এই উৎসবের আনন্দে মেতে ওঠেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন যেভাবে বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছেন সেভাবেই উৎসবে পুজো কমিটি থেকে দর্শনার্থীদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সাংসদ জুন মালিয়া বলেন, তিনি যেমন পুজো উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি নির্যাতিতার বিচারও হবে। তবে তিনি মনে করিয়ে দেন, এখানে গরিব মানুষের সংখ্যা বেশি। সবাই নার্সিং হোমে যেতে পারবেন না, তাই ডাক্তারদের মানবিক মূল্যবোধ থেকে বিষয়টি দেখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, জেলার বিধায়করা, জেলা শাসক, পুলিশ সুপার, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল।