আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ অক্টোবর: শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে প্রতি বছরের মতো এবছরও বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভালের আয়োজন করা হলো। ব্যারাকপুর কমিশমারেটের অন্তর্গত ১৭টি পুজো কমিটিকে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল। ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে ব্যারাকপুর স্টেশনের সামনের দিয়ে চিরিয়া মোড় অতিক্রম করে সুসজ্জিত পুজোর শোভাযাত্রা শেষ করা হয়।
বিশেষ শোভাযাত্রায় ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, বিধায়ক রাজ চক্রবর্তী, বিধানসভার মুখ্য সচেতন তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও অন্যান্য একাধিক পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন ব্যারাকপুর মহকুমার প্রতিটি বিধানসভা থেকেই সরকার অনুমোদিত কোনো না কোনো পুজো কমিটিকে এই কার্নিভালে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়।
তবে প্রতি বছর ব্যারাকপুর মহকুমায় বীজপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত এবং টিটাগড় থেকে বরানগর পর্যন্ত পৃথক দুটি কার্নিভাল এক দিনেই অনুষ্ঠিত হতো। কিন্তু এই বার তা না করে ব্যারাকপুর মহকুমার সমস্ত বিধানসভা থেকে ১৭টি পুজো কমিটিকে নিয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে একটি মাত্র কার্নিভাল অনুষ্ঠিত হলো। এদিনের কার্নিভালের জন্য সকাল থেকেই ব্যারাকপুরে ছিল সাজো সাজো রব। এদিন এই কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটির হাতে সন্মান সরূপ পুজোর স্মারক ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই কার্নিভাল দেখার জন্য রাস্তাগুলির দুই ধারে ছিল উৎসাহী দর্শকদের উপচে পড়া ভিড়।