আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জুন: তীব্র দাবদাহে পানীয় জল থেকে দীর্ঘদিন বঞ্চিত নন্দীগ্রামের এক নম্বর বাবুখাঁন বাড় এলাকার বাসিন্দারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম। সেই বিধানসভায় পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবুখাঁন বাড়ের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তিন থেকে চার মাস সাবমার্সিবলটি খারাপ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে বারবার মাস-পিটিশন দেওয়া সত্বেও কোনভাবে তার সদুত্তর পাওয়া যাচ্ছে না।
বাসিন্দাদের অভিযোগ, বর্তমান সময়ে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য এই বুথে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে অভিযোগ জানানো হয়েছে, তবে বিডিও অফিস থেকে কোনভাবে সারানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি, বালতি, মগ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, অবিলম্বে সাবমার্সিবল যদি সারানো না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবে।
এলাকার পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলামের দাবি, এই এলাকা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সারিয়ে দেওয়া হচ্ছে না। শুধু একটি নয়, এই বুথে তিনটি সাবমার্সিবল খারাপ হয়ে আছে। পঞ্চায়েত থেকে সারানোর কোনো উদ্যোগ নিচ্ছে না। তবে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডলের দাবি, ওই গ্রামের গ্রাম সদস্য এখনো পঞ্চায়েতে এসে কোনভাবে এলাকার অভাব অভিযোগ পঞ্চায়েতে জানায়নি। গত পরশু হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রধানকে বিষয়টি জানায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রধান ব্যবস্থা গ্রহণ করেছে।
পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডল আরো জানান, ওই গ্রামের কোনো সমস্যার কথা আজও লিখিত আকারে পঞ্চায়েত অফিসে দেয়নি। ওই এলাকার মানুষজন তথা গ্রামপঞ্চায়েত সদস্য যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।