Traffic, toto, jalpaiguri, পণ্যবাহী টোটো অভিযান জলপাইগুড়ি সদর ট্র‍াফিক পুলিশের, বাজেয়াপ্ত ২১টি টোটো

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ জুন: পণ্যবাহী টোটো অভিযানে নামল জলপাইগুড়ি সদর ট্র‍াফিক পুলিশ। মঙ্গলবার শহরের দিনবাজার, মার্চেন্ট রোড সহ একাধিক জায়গায় ডিএসপি (ট্র‍াফিক) অরিন্দম পাল চৌধুরীর উপস্থিতিতে চলল অভিযান।

ট্র‍াফিক পুলিশের দাবি, এর আগে একাধিক বার টোটো সংগঠন ও টোটো চালকদের সর্তক করে জানানো হয় টোটোকে মালবাহী পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু তারপরেও টোটো চালকদের একাংশ নিয়ম মানছেন না। উল্টে টোটো করে চালের বস্তা সহ বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্যেও টোটো চালকরা সেই নির্দেশিকা মানছেন না। এদিন এখনও পর্যন্ত ২১টি টোটো বাজেয়াপ্ত করেছে ট্র‍াফিক পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএসপি (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী।

এদিকে সদর ব্লকের ঘুঘু ডাঙার বাসিন্দা টোটো চালক হরেন রায় বলেন, “আমি জামা কাপড়ের ব্যাগ তুলেছিলাম। পুলিশ আটক করে ট্র‍াফিক অফিসে নিয়ে এসেছে। আর পণ্যবাহী সামগ্রী তুলবো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *