liquor, ganja, Banggaon, বনগাঁ দু’নম্বর রেল গেটে প্রকাশ্যে মদ ও গাঁজা কারবার, বন্ধের দাবিতে সাধারণ নাগরিক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুন: প্রকাশ্য বিক্রি হচ্ছে বেআইনি মদ, গাঁজা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শক্তিগড় এলাকায় দিনে দুপুরে চলছে মাদক বেচাকেনা ও সেবনের কারবার বলে অভিযোগ। একই সঙ্গে চলছে জুয়ার আসর ও অশ্লীল নৃত্য। পুলিশ অভিযোগ পেয়েও নীরব দর্শক, অভিযোগ সাধারণ মানুষের।

অভিযোগ, শক্তিগড় দু’নম্বর রেল গেট চত্বরে সকাল থেকেই শুরু হয় গাঁজা ও মদের আসর। পাশেই শক্তিগড় হাইস্কুল। মদ্যপদের আচরণে স্কুল পড়ুয়ারা অন্য রাস্তা দিয়ে ঘুরে স্কুলে যাচ্ছে। প্রতিদিনই ছিন্তাইয়ের ঘটনা ঘটছে ওই এলাকায়, এমনই অভিযোগ আশপাশের বাসিন্দারদের।

এলাকার বাসিন্দা ঝন্টু রায় বলেন, বনগাঁ- রানাঘাট শাখার দু’নম্বর রেল গেট চত্বরে রেললাইনের পাশে শিব মন্দিরের আড়ালে চলে গাঁজার আসর। এছাড়া দু’নম্বর রেল গেটে নামতেই বামদিকে দিলীপ অধিকারীর চায়ের দোকান ও নিত্যর সেলুন এই দুটো দোকান থেকে গাঁজা বিক্রি হয় বলে অভিযোগ। দিলীপ অধিকারী গাঁজার ডিলার বলে জানা গিয়েছে। দিলীপ অধিকারী জানিয়েছে, পুলিশকে টাকা দিয়ে গাঁজা বিক্রি করে সে। তাই পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। এর ফলে বাইরে থেকে প্রচুর অসামাজিক লোকজনের আনাগোনা হয় এলাকায়। প্রতিদিনি মোবাইল ছিন্তাই হচ্ছে বলে অভিযোগ। সন্ধের পর চলে মাতাল ও গাঁজাখোরদের উৎপাত, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজ, কুৎসিত অঙ্গভঙ্গি। গাঁজাখোর মাতালদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। এর ফলে রাস্তা দিয়ে মহিলারা চলতে পারে না।

বারবার থানায় অভিযোগ করা হলেও অভিযুক্তদের সকালে ধরে আর বিকেলে ছেড়ে দেয়। আবার সন্ধ্যার পর যা কে তাই। পুলিশ স্থানীয়দের জানিয়েছে, সরকারি নির্দেশ আছে যে মদ বিক্রেতাদের ধরা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *