সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জুন: তীব্র দাবদাহে প্রাণ হারালেন এক টোটোচালক। আজ দুপুরে বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকায় টোটো নিয়ে হাজির হয় শোভন পূজারু (৪০)।গরমে হ়াঁসফাস করায় সে জলপান করে। প্রত্যক্ষদর্শীরা জানান জল খাওয়ার পরই সে জ্ঞান হারায়। স্থানীয় লোকজন ঘটনাটি স্থানীয় কাউন্সিলর তথা উপপুরপ্রধান হিরণ চট্টরাজকে জানায়।তিনি ঘটনাস্থলে এসে পৌঁছোন। অসুস্থ টোটোচালককে স্থানীয় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রায় এক মাসের অধিককাল ধরে চলছে তাপপ্রবাহ। এই সময় সাবধানে থাকা এবং রোদের সময় বাড়ির বাইরে না বেরনোর-পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তবুও রুজি রোজগারের আশায় অনেককেই রোদ, তাপপ্রবাহ সত্বেও বাইরে বের হতে হচ্ছে।কয়েকদিন তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে।