জলের দাবিতে হাঁড়ি- Agitation, Bankura, বালতি নিয়ে আঁচুড়ি মোড়ে বিক্ষোভ ও অবরোধ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মে:
তীব্র গরম, মিলছে না পানীয় জল, তাই কড়া রোদ ও তীব্র গরম উপেক্ষা করে পানীয় জলের দাবিতে শুক্রবার সকালে বাঁকুড়া শহর লাগোয়া আঁচুড়িতে রাস্তা অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হাঁড়ি, কলসি ও বালতি নিয়ে আঁচুড়ি মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের দাবি, পানীয় জল সরবরাহ নিয়মিত ও চাহিদা মত করতে হবে।

উল্লেখ্য, জেলাজুড়ে গরম বেড়ে চলার পাশাপাশি জলের সঙ্কটও বেড়ে চলেছে গ্রামগুলিতে। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও জলের দাবিতে বিক্ষোভ হচ্ছে। বাঁকুড়ার ছাতনা রুটের শালবনীতে সম্প্রতি জলের দাবিতে হাঁড়ি, কলসি ও বালতি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এবার শুক্রবার একই কায়দায় পাশের গ্রাম আঁচুড়িতে জলের দাবিতে পথ অবরোধ করা হয়। সকালে বাঁকুড়ার ছাতনা রাস্তা অবরোধ করায় প্রচুর গাড়ি আটকে পড়ে।

বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামে প্রায় দেড়শো পরিবারের বসবাস। পানীয় জল সরবরাহের জন্য বছর চার- পাঁচ আগে পাইপ লাইন বসানো হয়। বাড়ি বাড়ি দেওয়া হয় সংযোগও। কিন্তু সেই পাইপ লাইন দিয়ে জল আসে অত্যন্ত অনিয়মিত ও অপরিমিত। এই পাইপ লাইনে দু’-একদিন ছাড়া জল আসে তাও অত্যন্ত স্বল্প সময়ের জন্য। গ্রামবাসীদের অভিযোগ, দিনে মাত্র এক বালতি থেকে দু’ বালতি জল পাই। তা দিয়ে পানীয় জলের চাহিদাই মেটে না। পানীয় জল ও রান্নার জলের চাহিদা মেটাতে দুই থেকে আড়াই কিলোমিটার পথ যেতে হয়। বিক্ষোভ সামাল দিতে মাঝেমধ্যে ট্যাঙ্ক দিয়ে গ্রামে জল সরবরাহ করা হলেও তা অত্যন্ত অপর্যাপ্ত। অনেকে এক বালতিও জল পান না।

এদিকে জলের সঙ্কটের স্থায়ী মোকাবিলায় গ্রামবাসীদের সচেতন করতে পথে নেমেছে পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস। কালবৈশাখীর বৃষ্টির জল খাল, বিল, পুকুরে ধরে রাখতে গ্রামবাসীদের অনুরোধ জানানো হয়। এতে মাটির নিচের জলস্তর বাড়বে, জলের স্বচ্ছতা বাড়বে, এলাকা ঠান্ডা থাকবে।

আঁচুড়ির বাসিন্দাদের অভিযোগ, গ্রামে একাধিক নলকূপ আছে কিন্তু সেগুলির জল পানের অযোগ্য। সেই জল দিয়ে রান্নাও হয় না। এই অবস্থায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ ও জনস্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বক্তব্য, দুর্গাপুর ব্যারেজ থেকে জল আনার জন্য যে পাইপ লাইন বসানো হয়েছে তার একেবারে শেষ অংশে রয়েছে আঁচুড়ি। তাই জলের চাপ যথেষ্ট কম রয়েছে। তাই জল সরবরাহে সমস্যা হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *