আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মে: এ যেনো লঘু পাপে গুরু দণ্ড। আম চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হলো এক কিশোরকে। যার জেরে চরম উত্তেজনা ছড়ালো শিবদাসপুরে।
নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সঙ্গে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়াতে যায় কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত নামে ১৭ বছরের এক কিশোর। সেই বাগানে পাহারায় ছিল শেখ ফারহাদ মন্ডল নামে এক ব্যক্তি। সুদীপ্তকে ধরে ফেলে বাগানের লিজ হোল্ডার শেখ ফারহাদ। শুরু হয় মারধর। তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। গুরুতর যখম হয় সুদীপ্ত, তাকে নৈহাটির এস জি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করেন।
বাগানের পাহারাদার ফারহাদকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার পর সকালে উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর অশান্তি যাতে না ছড়ায় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজ সকাল থেকে এলাকা থমথমে।