আমাদের ভারতের, ব্যারাকপুর, ১৬ মে: পাহেলগাঁও- এ জঙ্গি হামলার পরে পাকিস্তানের ঢুকে জঙ্গি নিকেশ অভিযান করেছে ভারতীয় সেনা। তবে এর পরে দেশের মানুষের একাংশ ভারতীয় সেনাবাহিনীর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এরমধ্যেও মধ্যপ্রদেশের এক মন্ত্রী দেশের সেনাবাহিনীর উচ্চপদাধিকারী এক মহিলাকে নিশানা করে কটুক্তি করতেও ছাড়েননি। সবদিক বাদ দিয়েই প্রদেশ কংগ্রেসের তরফে আজ দিকে দিকে তেরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল।
দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে আজ ব্যারাকপুর স্টেশন থেকে তেরঙ্গা যাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মূলত জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের ডাকে এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিলো।ব্যারাকপুর স্টেশন থেকে এই শোভাযাত্রায় অংশ নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, ভারতীয় সেনাকে আমরা কুর্নিশ জানাই।
তবে বিজেপি ধর্ম, মন্দির, মসজিদ নিয়ে মাঝে মাঝে বিভাজন তৈরি করতে চাইছে, এটা ঠিক নয়।