পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৫ মে: দাসপুরের হরিরামপুরে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী বাস।
স্থানীয় সূত্রে জানাগেছে, দাসপুর থানার ঘাটাল -মেদিনীপুর রাজ্য সড়কের হরিরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাস।যাত্রীবাহী বাসটি মেদিনীপুর থেকে ঘাটাল যাচ্ছিল। বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে খবর। দুর্ঘটনার পর ছুটে আসে এলাকার মানুষজন। বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে ও দাসপুর গ্রামীণ হাসপাতালে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে রাজ্যসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের প্রত্যেকেরই হাসপাতালে চিকিৎসা চলছে।