আমাদের ভারত, নদিয়া, ১৫ মে: বুধবারের পর বৃহস্পতিবারও কৃষ্ণনগর পৌরসভায় কাউন্সিলরদের ধর্না পৌরসভার চেয়ারম্যান রিতা দাসের ঘরের সামনে।
বেআইনি বাজেট সম্পর্কিত কারণে গত দু তারিখ থেকে এই আন্দোলন চালাচ্ছেন তারা। যদিও গত দু’দিনে চেয়ারম্যান ঘরে ঢুকতে না পেরে তার ঘরের সামনেই বসে নাগরিক পরিষেবা দিতে শুরু করেন। এদিন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার মৃত্যুর ঘটনা সামনে আসতেই কাউন্সিলররা তাপস সাহার প্রতিকৃতিতে মাল্যদান করে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাসের দুর্নীতির অভিযোগ তুলে হাতে এবং গলায় প্ল্যাকার্ড ও ফেস্টুন ঝুলিয়ে আন্দোলন শুরু করেন।
তাদের দাবি, অভিযুক্ত চেয়ারম্যানের দুর্নীতির কথা এরপর সাধারণ মানুষের কাছে গিয়ে তারা জানাবেন। তবে এদিন চেয়ারম্যান পৌরসভায় না আসায় পৌর পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যমের সামনে পুরপরিষেবা না পেয়ে রীতিমতো হতাশ হয়েছেন কৃষ্ণনগর পুরনাগরিকরা।