CPIM, Jalpaiguri, একাধিক দাবিতে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও সিপিআইএম- এর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ মে: একশো দিনের কাজ বন্ধ, জব কার্ড বাতিল হওয়ার মুখে। দ্রুত একশো দিনের কাজ ও জব কার্ড সচল রাখা সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও করল সিপিআইএম সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটি।

বৃহস্পতিবার মিছিল করে আন্দোলনকারীরা গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হয়। এরপর চলে বিক্ষোভ৷ গ্রামের সাধারণ মানুষ একশো দিনের কাজ করে সামান্য টাকা পয়সা পেতেন৷ কিন্তু এখন রাজ্য সরকারের গাফলতিতে একশো দিনের কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন গ্রামের গরিব খেটে-খাওয়া মানুষ৷ তাই বাধ্য হয়ে অনেকেই ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন। এই পরিস্থিতিতে দ্রুত একশো দিনের কাজ চালু ও নতুন জব কার্ড দেওয়ার দাবি উঠল। আন্দোলনকারীরা জলপাইগুড়ি- হলদিবাড়ি রাস্তা সাময়িক সময়ের জন্য অবরোধ করেন৷ যদিও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে। দ্রুত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা চালু, যোগ্য উপভোক্তাদের সরকারি ঘর দেওয়া, বৃদ্ধ-বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা, গ্রামের বেহাল রাস্তা সংস্কার ও কালভার্টের দাবি সহ মোট আট দফা দাবি তোলা হয়েছে।

সিপিআইএম সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটি সম্পাদক সুবীর রায় বলেন, “দ্রুত দাবিদাওয়া না মিটলে আন্দোলন চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *