Arjun Singh, BJP, TMC, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে সন্দেশখালির যোগের প্রমাণ, বিস্ফোরক টুইট অর্জুন সিংয়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ এপ্রিল: ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে সন্দেশখালির যোগের প্রমাণ দিয়ে এবার বিস্ফোরক টুইট অর্জুন সিংয়ের। এর আগেও বারবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সন্দেশখালির শেখ শাহজাহান ও তার
সাগরেদদের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। এবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালির যোগের প্রমাণ তুলে ধরে টুইট করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

টুইটে অর্জুন সিং দাবি করেন, ওএনজিসি ‘সিএসআর’ ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মা সারদা ওমেন এন্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটিকে’। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সেই জিনিসগুলো আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাতৃসদনকে দান করেছে। এদিন বিকেলে হালিশহরে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের দাবি, ওএনজিসি ‘সিএসআর’ ফান্ডের মাধ্যমে সন্দেশখালির ‘মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে’ কিছু সামগ্রী দান করেছে। কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনও সরকারি হাসপাতালকে সেগুলো না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে প্রদান করেছে। এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালি যোগের প্রমাণ ধরা পড়েছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, “মন্ত্রী পার্থ ভৌমিকের কিছু লোক আছে তাদের কাছে নৈহাটি পুরসভার মাতৃসদন হাসপাতাল রোজগারের একটা কেন্দ্রে হিসেবে পরিণত হয়েছে। এখানে নৈহাটির সমস্ত ভালো ডাক্তারদের কাজ করতে বাধ্য করা হয়। নৈহাটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের কাজ করতে দেওয়া হয় না বরং মাতৃ সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *