আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ এপ্রিল: বাইরে ৪১ ডিগ্রি তাপমাত্রা, কিন্তু সেই তাপ উপেক্ষা করেই সামনের লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রচারে জোর দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাঠ পাড়া থেকে বিজেপির প্রচার মূলক মিছিল বের হয়, যেটি ওই ব্যারাকপুর আনন্দপুরী মাঠ পর্যন্ত যায়। এই মিছিলে পায়ে হেঁটে অংশ নিয়ে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এদিন তিনি দ্বিতীয় দফার ভোট প্রসঙ্গে বলেন তৃণমূল বুঝে গেছে বুথ দখল না করলে তৃণমূল ভোট পাবে না, তাই ভোটে গণ্ডগোল করছে। সেই সঙ্গে যেসব তৃণমূল নেতারা চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েছে তাদের কলার ধরে টাকা আদায় করা হবে বলেও মন্তব্য করেন অর্জুন সিং।