আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ মার্চ: যে পরিমাণ জমিতে চা বাগানের শ্রমিকরা বসবাস ও কৃষিকাজ করছেন সেই পরিমাণ জমির পাট্টার দাবি তুলে আন্দোলনে নামল আদিবাসী বিকাশ পরিষদ সমিতির প্রগেসিভ টি ওয়াকার্স ইউনিয়ন।
বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীরা জমায়েত হয়। এরপর বিক্ষোভ মিছিল করে জেলাশাসক দফতরে সামনে হাজির হয় নেতা কর্মীরা। যদিও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলাশাসকের মূল গেটের সামনে আটকে দিলে সেখানে বিক্ষোভ দেখান চা বাগানের শ্রমিকরা। তারপর ইউনিয়নের প্রতিনিধিরা জেলা শাসকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে দাবিপত্র তুলে দেন।
তাঁদের দাবি, তরাই-ডুয়ার্স এলাকাজুড়ে রয়েছে অসংখ্য চা বাগান। সেই চা বাগানগুলিতে ১৫০-২০০ বছর ধরে বসবাস করে আসছেন শ্রমিকরা। শ্রমিকরা যে পরিমাণ জমিতে বসবাস করছেন সেই পরিমাণ জমির পাট্টা না দিয়ে সবার ক্ষেত্রে মাত্র ৫ ডেসিবেল জমির পাট্টা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অনেকে বাগানের জমিতে কৃষিকাজ করে রুটিরুজি চালাচ্ছেন। এই কারণে যার যতকুটু জমি সেই পরিমাণ জমির পাট্টার দাবি তোলা হয়।
অন্যদিকে চা বাগানের ৩০ শতাংশ জমিতে টি টুরিজম করা হবে ২০২৩ সালে রাজ্য সরকার নোটিফিকেশন করেছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নোটিফিকেশন লাগু হলে শ্রমিকরা কি টি টুরিজমে কাজ পাবেন? সেই বিষয় নিয়ে ধোঁয়াশায় রয়েছেন শ্রমিকরা। এছাড়া নূন্যতম মজুরি দেওয়ার দাবিতে এদিনের আন্দোলন বলে জানালেন প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন সেন্ট্রাল কমিটির সম্পাদক বাবলু মাঝি।