Suvendu, BJP, কাটমানি খাওয়ার ভিডিয়ো-সহ রাজ্যের দুর্নীতি নিয়ে তোপ শুভেন্দুর

আমাদের ভারত, ২০ মার্চ: কাটমানি খাওয়ার ভিডিয়ো-সহ রাজ্যের দুর্নীতি নিয়ে বৃহস্পতিবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “তৃণমূলের নেতা থেকে কর্মী কাটমানি খাওয়ায় সিদ্ধহস্ত। বিজেপির পক্ষ থেকে আমরা বরাবর তথ্য দিয়ে বলে এসেছি যে, সরকারি প্রকল্পে তৃণমূলের নেতা কর্মীদের কাটমানি না দিলে কোনোও কাজ হয় না। এই ভিডিওটি আরো একবার আমাদের কথার সত্যতা প্রমাণ করলো।

গলসি ১ নং ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জলপ্রকল্পের বৈদ্যুতিক ভূ-গর্ভস্থ পাম্প বসাতে ১০ শতাংশ কাটমানির দাবি করেন। ঠিকাদারটি তৎক্ষণাৎ ২ শতাংশ হিসাবে ৫০০০ টাকা কাটমানি দিলে রাজি হলেও তা নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা। তিনি বলেন, মূল কাজের টাকার অংকের হিসেবে (দেড় লক্ষ টাকা) ১০ শতংশ হারে তার টাকা লাগবে, অত কম টাকায় হবে না, অন্যান্যরা তাই দেয়।

মমতা ব্যানার্জির রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের প্রতিটি দপ্তরই এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, যেখানে কাটমানি বা ঘুষ না দিলে ঠিকাদাররা কোনো কাজ পাবেন না। ফলে কাটমানি দিয়েই তাদের কাজ করতে হচ্ছে, আর বরাদ্দ কমে যাওয়ায় কাজের মানও খারাপ হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *