আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ মার্চ: মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে একাধিক স্বনির্ভর গোষ্ঠী করা হয়েছে। বৃহস্পতিবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরসভার প্রয়াস হল ঘরে বৈঠকে বসল পুর কর্তৃপক্ষ। মহিলারা নিজেরাই যেন স্বনির্ভর হতে পারেন, বৈঠক থেকে তাদের উৎসাহিত করার পাশাপাশি ঋণ দেওয়া হচ্ছে বলে জানানো হয়। ইতিমধ্যে ঋণ পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কেউ যদি কেক, আচার, বাতাসা, চানাচুর সহ বিভিন্ন খাবারের সামগ্রী তৈরি করে স্বনির্ভর হতে চান তাঁদের ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুরসভার দাবি, পুর এলাকায় ৯৩০টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, সদস্যার সংখ্যা ১২,৮৩০ জন৷ প্রত্যেক সদস্যাকে ১০ হাজার টাকা, এছাড়া ৯০ শতাংশ স্বনির্ভর গোষ্ঠীকে দেড় থেকে দুই লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। বৈঠক শেষে পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হচ্ছে। দ্রুত পুরসভার উদ্যোগে মহিলাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। মে মাস থেকে মহিলাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হচ্ছে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কোনও সমস্যায় পড়লে- ৮৩৮৯৮৪২৮৯ নম্বরে যোগযোগ করতে পারবেন ২ এপ্রিল থেকে সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত। তৈরি করা বিভিন্ন সামগ্রী মার্কেটিং ও বিক্রির জন্য পুরসভা ছোট ছোট স্টল করবে আগামীতে৷”