আমাদের ভারত, নদিয়া, ২০ মার্চ: ভুয়ো ভোটার নিয়ে তোলপাড় রাজ্য, আর তারই মাঝেই নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট যাবার রাস্তায় আধ বস্তা ভোটার কার্ড উদ্ধার। আজ সকালে পথ চলতি মানুষ ভোটার কার্ডগুলিকে দেখতে পায়। এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর যায় শান্তিপুর থানার কাছে। এরপর শান্তিপুর থানার পুলিশ এসে ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। ভোটার কার্ডগুলি অধিকাংশই উত্তর চব্বিশ পরগনার জেলার। এগুলি বৈধ কিনা, পাশাপাশি ভুয়া পরিচয়পত্র কিনা তা জানতে তদন্ত করছে পুলিশ।