সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মার্চ: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের অনৈতিকভাবে হেনস্থা ও আক্রমণের প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। শহরের প্রাণকেন্দ্র মাচানতলা মোড়ে বিজেপির কার্যকর্তা ও কর্মী সমর্থকরা জমায়েত করে বিক্ষোভ শুরু করে।বিধানসভা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলনেতা ও বিধায়কদের নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। সভা ও মিছিলে আপত্তি জানানো হচ্ছে। মহামান্য আদালতের শরনাপন্ন হওয়ার পর আদালতের নির্দেশে সভা ও মিছিল করতে হচ্ছে বলে বিক্ষোভ সভায় অভিযোগ করা হয়।
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বিরোধী দলনেতা সহ বিধায়কদের হেনস্থা ও আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বর্তমানে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। হিন্দু সমাজের পক্ষে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হচ্ছে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ হিন্দু স্বার্থ রক্ষার্থে বিজেপিকেই বেছে নেবে, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চক্রান্তের বিরুদ্ধে হিন্দুরা রায়দান করবে। কারণ হিন্দুকে হিন্দু সমাজকে রক্ষা করতে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার হাত থেকে বিজেপি রক্ষা করবে।