Midi, BJP, legal help, যোগ্য চাকরিহারাদের আইনি সাহায্য দেবে বিজেপি ঘোষণা প্রধানমন্ত্রীর, কিভাবে সহায়তা? সভা মঞ্চ থেকেই পথনির্দেশ মোদীর

আমাদের ভারত, ৩ মে: শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। এদিনের প্রচারে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উঠে এলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। মোদী বলেন, শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে প্রতারণা হয়েছে। নোটের বান্ডিল গুণতে গুণতে মেশিন ক্লান্ত হয়ে পড়তো। বাংলায় এত টাকা মারা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু যোগ্য প্রার্থীর জীবন তছনছ হয়ে গেছে। বহু নির্দোষ মানুষ রয়েছেন, যারা শিক্ষক হবার যোগ্য। বাকিদের পাপের জন্য ওই নির্দোষীরা বিপদে পড়েছেন। আমরা পার্টির তরফে চাকরি হারাদের মধ্যে যোগ্য ও নির্দোষদের সাহায্য করবো।

প্রধানমন্ত্রী ভোট প্রচারের মঞ্চ থেকেই নির্দেশ দেন, প্রদেশ স্তরে একটা লিগ্যাল সেল আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হোক। বিজেপি এদের আইনি সাহায্য দেবে। সৎদের সঙ্গে থাকবে বিজেপি। বাংলা ইউনিটে কাজ করবে এইক্ষেত্রে। যারা বেইমানি করেছে তারা ভুগবে, কিন্তু যোগ্যরাও ফেঁসে গেছে।

দু’দফার ভোট মিটেছে কিন্তু তৃতীয় দফার ভোটের আগে বাংলায় তুমুল প্রচারে নেমেছে পদ্ম শিবির। প্রায় প্রতিদিনই রাজ্যে হচ্ছে হাই ভোল্টেজ সভা। আজকেও মোদীর তিনটি সভা ছিল। সেখানে মোদী বলেন, ঈশ্বর রূপী জনতার আশীর্বাদ আমার মত গোটা বিশ্বে কেউ পায়নি। বছর বছর এই আশীর্বাদ বেড়ে চলুক। জনসভায় আসা সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আমি ফুর্তি করার জন্য জন্মাইনি। আমি নিজের জন্য বাঁচতে চাই না‌, আপনাদের সেবা করার সংকল্প নিয়ে ভারত মাতার পায়ে মাথা পেতে ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে চাই।”

আজকের জনসভার জন্য বৃহস্পতিবার রাতে মোদী কলকাতায় এসেছিলেন। রাতে ছিলেন রাজ ভবনে। শুক্রবার পর পর তিনটি সভা করেন। প্রথম সভা ছিল পূর্ব বর্ধমানে। এর পরেরটা ছিল কৃষ্ণনগর এবং শেষ সভা ছিল বোলপুরে। এরপরই তিনি ঝাড়খন্ডে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *