লম্বা মিছিলে শুভেন্দুকে নিয়ে মনোনয়ন অগ্নিমিত্রা এবং হিরণের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩
মে: শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মেদিনীপুর এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং হিরন্ময় চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠ থেকে জেলাশাসকের দপ্তরে পৌঁছান অগ্নিমিত্রা এবং হিরণ। মনোনয়ন পর্বের শোভাযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে। আজকের মনোনয়ন শোভাযাত্রায় উপচে পড়া মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন একটা বিজয় মিছিল বেরিয়েছে।

অগ্নিমিত্রা পাল বলেন, দিলীপ দার সম্মান রক্ষা করতে মেদিনীপুর আসনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই লোকসভা কেন্দ্রটি উপহার দিতে চাই। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, সাধারণ মানুষ এবং দলের নেতা, কর্মীদের আজকের এই আবেগ, উচ্ছ্বাস প্রমাণ করছে এইবার চারশো পার। মেদিনীপুরে দিলীপ দার আসনে বিজেপি প্রার্থী জয়ী হচ্ছে আবার। তাছাড়াও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন মেদিনীপুরে দাঁড়িয়ে জানান, এর মূল কারিগর মমতা ব্যানার্জি। আর পুলিশ কর্তা বিনীত গোয়েল। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হবে। তিনি জানান, রাজ্যে মোদী ঝড় বইছে। তৃণমূল খড়কুটোর মতো উড়ে গেছে।

এদিন দুজনে হুডখোলা জিপে চেপে এই বর্ণাঢ্য র‍্যালি মাধ্যমেই শোভাযাত্রায় অংশ নেন। তবে তার আগে শহরের বিভিন্ন মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা পাল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তার প্রচারে দিলীপ ঘোষ আসবেন। ভোটের মার্জিন নিয়ে তিনি বলেন, দিলীপ ঘোষের থেকে বেশি মার্জিন হলে আমি সারপ্রাইজড হবো। এইদিন অগ্নিমিত্রাদেবী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের সহযোগে হুডখোলা গাড়িতে প্রচার করতে করতে এই মনোনয়ন জমা দেন। যদিও মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বটতলা কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং মেদিনীপুর মহাতাব পুর শ্মশান কালী মন্দিরে এক প্রস্থ পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এরপর তিনি মেদিনীপুর কালেক্টরেটে জেলা শাসকের দপ্তরে নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক খুরশেদ আলী কাদরীর হাতে তার মনোনয়ন পত্রটি জমা দেন। পাশাপাশি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় খড়্গপুর থেকে লোকাল ট্রেনে চড়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে মেদিনীপুর স্টেশনে পৌঁছান। তারপর মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠে অগ্নিমিত্রার সঙ্গে মিলিত হন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন এবং কটাক্ষ করেন শাসক দলকে।

এদিন নমিনেশন জমা দেওয়ার পর জেতার ব্যাপারে জিজ্ঞেস করলে অগ্নিমিত্রা পাল এবং হিরণ চট্টোপাধ্যায় বলেন, ভোটের প্রচার চলছে, সঙ্গে চলছে জনসংযোগ। আমাদের চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আজকের র‍্যালি দেখেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে মেদিনীপুর এবং ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জিতছে বিজেপি। পাশাপাশি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় এদিন কেশপুরে শহিদ হওয়া এক বিজেপি কর্মীর স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান।তিনি এদিনও জানান, দেব মিথ্যেবাদী। উনি কোনো উন্নয়ন করেননি। ভোট চাওয়ার কোনো অধিকার নেই তাঁর। উনি এনামূল হকের কাছ থেকে পাওয়া গরু চুরির টাকায় ভোটে লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *