Jorasanko Thakurbari, nababarsha, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নববর্ষ উদযাপনের প্রস্তুতি তুঙ্গে

আমাদের ভারত, কলকাতা, ১৩ এপ্রিল: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নববর্ষ উদযাপনের প্রচলন করেন। ঠাকুরবাড়ির এই চিরাচরিত প্রথাকে সম্মান জানিয়ে আজও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নববর্ষ উদযাপন ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে দীর্ঘদিন। শনিবার পূর্ণোদ্যমে চলে রবিবারের প্রস্তাবিত আয়োজনের প্রস্তুতি।

এই বছর ১৪৩১ বঙ্গাব্দে রবিবার, সকাল ন’টা থেকে নববর্ষ অনুষ্ঠানের শুভ সূচনা হবে উপনিষদ পাঠের মধ্যে দিয়ে। উপনিষদ পাঠ করবেন অধ্যাপক ডক্টর দিলীপ পান্ডা। তারপর নববর্ষের স্বাগত ভাষণ ও বক্তব্য রাখবেন উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায়। তাঁর বক্তব্যের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগ তাদের সঙ্গীত পরিবেশন করবেন, পরিচালনায় বিভাগীয় অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রী, —“ঠাকুরবাড়ির সঙ্গীত চর্চা : এক ঐতিহ্যের পুর্নদর্শন”।

এর পর বক্তব্য রাখবেন এই বছরে নববর্ষের প্রধান বক্তা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক চিদানন্দ ভট্টাচার্য। প্রধান বক্তার বক্তব্যের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসঙ্গীত বিভাগ উপস্থাপনা করবে “যন্ত্রসঙ্গীতে বৈশাখ”, পরিচালনায় বিভাগের অধ্যাপক- অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।

সর্বশেষে নৃত্যানুষ্ঠান “চৈত্রের অবসান”, পরিবেশনায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নৃত্য বিভাগ। পরিচালনায় বিভাগীয় অধ্যাপক- অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে নববর্ষের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা দেবলীনা শেঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *