Modi, Constitution, প্রশ্নই ওঠে না! সংবিধান আমাদের কাছে গীতা- বাইবেল- কোরান, বিরোধীদের পাল্টা দিলেন মোদী

আমাদের ভারত, ১৩ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা ভোটে ৪০০ আসনে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন তিনি। তাঁর দাবি, এর ফলে তিনি দেশকে একটি শক্তিশালী সরকার দেবেন, যাতে দেশে দ্রুত উন্নয়ন হয়। এদিকে বিরোধী দল গুলির বক্তব্য, মোদী তৃতীয়বার ক্ষমতায় এসে সংবিধান বদলে দিতে চান। তাই তিনি ৪০০ আসনে জিতে ক্ষমতা দখল করতে চাইছেন। কিন্তু মোদী স্পষ্ট বলেছেন, বিরোধীদের এই অভিযোগ ভিত্তিহীন। বরং তাঁর পাল্টা অভিযোগ, বিরোধীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান বদলের প্রশ্নই ওঠে না। সংবিধান আমাদের কাছে গীতা, বাইবেল, কোরান। প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর ফিরে এলেও সংবিধান বদলাবে না।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে যদিও বিরোধীরা গুরুত্ব দিচ্ছে না। বিরোধী শিবিরের বক্তব্য, মোদী সরকার এক দেশ এক ভোট চালু করতে চায়। সংবিধান বদল ছাড়া, সেটা সম্ভব নয়। বিরোধীদের আশঙ্কা, তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার সংবিধানের একাধিক প্রস্তাবনা যেমন সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি বাদ দিতে পারে। কারণ আরএসএস ও বিজেপি সংবিধানে বর্ণিত ওই শব্দ দুটির সঙ্গে সহমত নয়। শব্দ দুটি গোড়ায় সংবিধানে ছিল না। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সংবিধান সংশোধন করে শব্দ দুটি যোগ করেন।

যদিও প্রধানমন্ত্রী বিরোধীদের এই বক্তব্যকে একেবারে উড়িয়ে দিয়েছেন। মোদী বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সংবিধান দিবস পালন শুরু করি। সংবিধান অবজ্ঞা করার প্রশ্নই ওঠে না।

সংবিধান বদলের সম্ভাবনা নিয়ে সবচেয়ে সরব কংগ্রেস। কংগ্রেসের নেতারা এই নিয়ে সংবাদপত্রে কলমও ধরেছেন। তাদের দাবি, ক্ষমতায় ফিরলেই দেশে আর নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী পাল্টা দিয়ে বলেন, কংগ্রেস জমানায় বারে বারে সংবিধানকে অস্বীকার করা হয়েছে। আমরা সংবিধান দিবস পালন করে তাকে সম্মান জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *