আমাদের ভারত, নদীয়া, ১৩ এপ্রিল: সাত সকালে বিপত্তি রানাঘাটে। এবার রানাঘাট বাজারে বিপদজনক দোকানের কার্নিশ ভেঙ্গে পড়ে ইট চাপা পড়ে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। মৃত সবজি বিক্রেতার নাম সত্যেন কুন্ডু। আর এই ঘটনার পর আবারও বিপদজনক বাড়ি ভাঙ্গা নিয়ে রানাঘাট পৌরসভার ভূমিকা প্রশ্নের মুখে।
স্থানীয় সূত্রে খবর, পেশায় সবজি বিক্রেতা সত্যেন কুন্ডু প্রত্যেক দিনের মতন শনিবার সকালেও সবজি বিক্রি করতে বাজারে আসেন। অভিযোগ, হঠাৎই ওই দোকানের সামনের কিছুটা অংশ ভেঙ্গে পড়লে ইট চাপা পড়েন তিনি। পরে অন্যান্য দোকানদাররা তাকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানটি বিপদজনক অবস্থায় রয়েছে। অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ দোকানের বর্তমান মালিক টাকার জোরে আটকে রেখেছে। আর পুরসভার সেই উদাসীনতার মাশুল প্রাণ দিয়ে মেটাতে হলো এক সবজি বিক্রেতাকে।