Kolkata book fair, কলকাতা বই মেলায় হাজির ডাকঘর

আমাদের ভারত, ১৯ জানুয়ারি: শুক্রবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ভারতীয় ডাক বিভাগের স্টলের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার। বইমেলায় ভারতীয় ডাকের স্টল নম্বর ৩৩।

এইদিন সকালে স্টলের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের আধিকারিকরা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানান, “বইমেলায় আগত সাধারণ মানুষ যাতে দেশে বিদেশে তাদের প্রিয়জনকে বই উপহার দিতে পারেন, সেই জন্যই ভারতীয় ডাকের এই উদ্যোগ। এছাড়াও বইমেলাতে ঘুরতে ঘুরতে ছুটির আমেজের মধ্যেই সাধারণ মানুষ যাতে আধার আপডেশনের মত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন সেই দিকেও নজর রেখেছে ডাক বিভাগ।”

বইমেলার মধ্যেই এই স্টল থেকে পাওয়া যাবে আধার আপডেশন, পার্সেল পাঠানোর মত বিভিন্ন পরিষেবা। এই কাউন্টারে আগত সাধারণ মানুষ নিজের বা প্রিয়জনের ছবি দিয়ে তৈরি করতে পারবেন মাই স্ট্যাম্প। এছাড়াও এই স্টল থেকে কেনা যাবে বিভিন্ন আকর্ষক স্ট্যাম্প, ভারতীয় ডাকের গঙ্গাজল, টি শার্ট ও বিভিন্ন সামগ্রী।

One thought on “Kolkata book fair, কলকাতা বই মেলায় হাজির ডাকঘর

  1. Bhoblhisoks says:

    I was really itching to fix it some wager some change on some sports matches that are circumstance above-board now. I wanted to disillusion admit you guys recall that I did understand what I ruminate on to be the a-one site in the USA.
    If you fall short of to pull down in on the spirit, scrutinize it minus: gambling casinos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *