Bjp, Sandeshkali বাসন্তী হাইওয়েতে বিজেপি বিধায়কদের আটকালো পুলিশ

আমাদের ভারত, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি আছে। তার মধ্যেই সন্দেশখালি যাওয়ার জন্য বাস চড়ে বিধানসভা থেকে রওনা দিয়েছিল বিজেপি বিধায়করা। তবে কিছুদূর এগোনোর পরই তাঁদের বাসকে আটকে দেওয়া হয়। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের সন্দেশখালির বাস ছাড়ার আগে বিধানসভার ফটকের সামনে তাঁদের সেখানকার পরিস্থিতি সম্পর্কে পুলিশ জানায়। পুলিশের এক পদস্থ আধিকারিক তাঁদের জানান, সন্দেশখালিতে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। ১৪৪ ধারা জারির নোটিস দেন বিধায়কদের। স্পষ্ট জানানো হয়, কাউকে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে না, শুধু নোটিস দেওয়া হচ্ছে।

বাধা উপেক্ষা করে বিজেপি বিধায়করা রওনা হন। বাস ছাড়ার কিছু পরেই সন্দেশখালি থেকে অন্তত ৬০ কিলোমিটার আগে বাসন্তী হাইওয়েতে বিজেপির বাস আটকে দেয় পুলিশ। এর পর তর্ক চলে দু’তরফে।

বিরোধী দলনেতার দাবি, ভয় পেয়ে আটকানো হয়েছে। তিনি এবং বাকি বিধায়করা বাসন্তী হাইওয়েতেই বসে থাকবেন বলে জানিয়েছেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। ভয়ে থরথর করে কাঁপছেন। তাই সন্দেশখালি যাওয়ার ৬০ কিলোমিটার আগেই আটকানো হল। এখানে ১৪৪ ধারা নেই। কেন আটকানো হল বুঝতে পারছি না। আমরা এখানেই বসে থাকব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *