কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: ভোটের সময় হাজার প্রতিশ্রুতি, আর ভোট গেলে পাশে থাকে না কেউ, এই চেনা নিয়মের ব্যতিক্রম এবারেও হলো না। বন্যার সময় পাত্তা নেই জনপ্রতিনিধি সাংসদের ও প্রশাসনের। ভোটের প্রতিশ্রুতি পেয়ে মানুষ ভোট দেন, কিন্তু ভোটে জেতার পর শাসক দলের নেতারা ভুলে যান মানুষকে। বানভাসি ঘাটালে কাঁসাই নদীর বাঁধ ভেঙ্গে ভাসিয়ে নিয়েছে বসতবাড়ি থেকে সমস্ত আসবাবপত্র। তা সত্ত্বেও প্রশাসন পাশে নেই, অভিযোগ এলাকাবাসীদের। পাশে নেই সাংসদ দেব। প্রশাসনের হস্তক্ষেপের দাবি অসহায় পরিবারগুলির।
দাসপুরের সামাট এলাকার বাসিন্দা আশীষ বটব্যালের একমাত্র বসত বাড়ি কাঁসাই নদীর বাঁধ ভেঙ্গে সম্পূর্ণ তলিয়ে গেছে বন্যার গ্রাসে। তবু পাশে দাঁড়ায়নি কেউ, অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। পুজোর আগে বন্যায় আশীষবাবুর মত অনেকেই এভাবে প্রায় নিঃস্ব হয়েছেন। কিভাবে নতুন করে সংসার বাঁধবে এই চিন্তায় বটব্যাল পরিবার সহ অন্যান্য পরিবারগুলি।
যদিও এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে।