কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: ঘাটাল মহকুমার বন্যা প্লাবিত এলাকাগুলির রাস্তার যথেষ্ট ক্ষতি হয়েছে। বন্যার জল নামতেই বেরিয়ে এলো রাস্তার কঙ্কাল সার চেহারা।
ঘাটাল ব্লকের মনসুকা থেকে পালপুকুর যাওয়ার
রাস্তাজুড়ে খাদ। যাতায়াত করতে সমস্যা হচ্ছে মানুষজনের। ঘাটালের বেশ কিছু এলাকা এখনও ডুবে রয়েছে। ঘাটালে শিলাবতী, ঝুমি-সহ বিভিন্ন নদীর জলস্তর কমেছে। এলাকার রাস্তাঘাট থেকে জল নেমেছে। আর জল নামতেই দেখা গেল রাস্তার ভাঙ্গাচোরা অবস্থা।
মনসুকায় বাজার এলাকায় তৈরী হয়েছে বিশাল খাদ, গাড়ি চলাচল বন্ধ। বন্যার পরে এ আরেক দুর্দশার ছবি।কয়েকদিন বাদেই পুজো। আবার নিম্নচাপের ফলে বৃষ্টি, আবারও নতুন করে সৃষ্টি হচ্ছে আতঙ্ক।