পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ সহ ১৮ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজের অধ্যক্ষের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল শিক্ষক কর্মীরা।
কলেজ কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ সহ ১৮ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন দাবি-দাবা আগামী দিনে পূরণ না হওয়া পর্যন্ত কর্ম বিরতির ডাক দিয়েছে শিক্ষক কর্মীরা।