গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২২ মার্চ: জনতা কারফিউতে স্তব্ধ হয়ে গেল গোটা আরামবাগ মহকুমা। কিন্তু তার মধ্যেই গোঘাটে চলছিল ১০০ দিনের কাজ। এই নিয়ে হইচই হতেই বিডিও বন্ধ করে দিলেন সেই কাজ।
আজ সকাল থেকেই আরামবাগ বাস স্ট্যান্ড, নেতাজি মোড় গৌরহাটি মোড়, বাসুদেবপুর মোড় জনহীন ছিল। আরামবাগ রেল স্টেশনে জনশূন্য। কয়েকটি ট্রেন চললেও দেখা মিলেনি রেলযাত্রীদের। করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছেন জনতা কারফিউয়ে। তাই জনতা কারফিউতে ভালো সাড়া মিলল আরামবাগ মহকুমা জুড়ে। এদিন রাস্তাঘাটে ও আরামবাগ মহকুমা হাসপাতালে সেরকমভাবে কোনও মানুষকে দেখা গেল না। পুড়শুড়া, গোঘাট, খানাকুল থেকে শুরু করে সব জায়গা বন্ধের চেহারা নেয়। আরামবাগ মহকুমা জুড়ে সেরকমভাবে রাস্তায় গাড়ি-ঘোড়া চলেনি।
তবে জনতা কারফিউ এই ডাকেও করোনাভাইরাস তোয়াক্কা না করে আজ গোঘাটের নকুণ্ডা গ্রামে ১০০ দিনের প্রকল্পে রাস্তার কাজ করানো হচ্ছিল। জানা গেছে, নকুণ্ডার পঞ্চায়েত প্রধান সঞ্জীব চানকের উপস্থিতিতে এই কাজ করানো হচ্ছিল। খবর পেয়ে গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও তড়িঘড়ি করে কাজ বন্ধ করে দেন। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন করোনাভাইরাস এর জেরে যেখানে দলবদ্ধভাবে থাকা যায় না। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মানুষকে সচেতন করছে। একজন পঞ্চায়েতের কর্মকর্তা হয়ে কি করে কাজ করতে পারেন?