জনতা কারফিউ’য়ে ব্যাপক সাড়া হুগলী জেলা জুড়ে

আমাদের ভারত, হুগলী, ২২ মার্চ: জনতা কারফিউয়ে ব্যাপক সাড়া হুগলী জেলা জুড়ে। রবিবার করোনা ভাইরাসের মোকাবিলা করতে জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো রবিবার সকালে ব্যাপক সাড়া মিলেছে জনতা কারফিউয়ে। হুগলী জেলার প্রায় সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। দোকান বাজার সব বন্ধ।মাঝে মধ্যে কয়েকটা গাড়ি বা মানুষের দেখা মিললেও তা যে কোনো বনধকেও হার মানায়।

জেলার সদর শহর চুঁচুড়া থেকে শ্রীরামপুর, চন্দননগর, রিষড়া সব জায়গারই একই ছবি। লোকাল ট্রেন চললেও যাত্রী প্রায় নেই বললেই চলে। রাস্তায় নেই গাড়ি ঘোড়া। দোকান বাজার সম্পূর্ণ বন্ধ। করোনা ভাইরাসের আতঙ্কে ঘর থেকে বেরোয়নি সাধারণ মানুষ। তার মধ্যেই অতি উৎসাহী কিছু মানুষ একবার চাক্ষুষ করতে চেয়েছেন আজকের এই দিনটাকে।

হুগলীর চুঁচুড়ার খড়ুয়া বাজার এলাকার গোটা বাজারে খোলা দু একটি দোকান, ক্রেতা নেই বললেই চলে। একই চিত্র হুগলীর প্রাণ কেন্দ্র চুঁচুড়া ঘড়ির মোড়ে। শুনশান গোটা এলাকা, চুঁচুড়া থেকে নৈহাটি যাওয়ার লঞ্চ পরিষেবা চালু থাকলেও যাত্রী একেবারেই হাতে গোনা।সকাল থেকে বাস চলাচল করেনি চুঁচুড়ার বাস স্ট্যান্ড থেকেও। খুব প্রয়োজনে যারা রাস্তায় বেড়িয়েছেন তাদের বক্তব্য না বেরোলে চলত না, তাই তারা রাস্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *