অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ মার্চ: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকা জনতা কারফিউতে কার্যত শুনশান চেহারা জঙ্গলমহলের সর্বত্রই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছিলেন ২২ মার্চ রবিবার অর্থাৎ আজ সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১৪ ঘন্টা নিজের বাড়িতে গৃহবন্দি থেকে জনতার কারফিউতে শামিল হতে। সেইমতো স্বতঃস্ফূর্তভাবে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহর, বেলপাহাড়ি, বিনপুর, গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া, নয়াগ্রাম, লালগড়, সাঁকরাইল সর্বত্রই জনতা কারফিউতে শুনশান হয়ে গিয়েছে এলাকা। সরকারি-বেসরকারি যানবাহন, দোকান বাজার সবকিছুই জনতার কারফিউতে স্তব্ধ হয়ে গিয়েছে। রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা একেবারে নেই। শহর, শহরতলি এবং গ্রামাঞ্চল সব জায়গাতেই একই চিত্র ধরা পড়েছে। খুব প্রয়োজন ছাড়া এদিন কেউই দিনের প্রথমার্ধে ঘরের বাইরে পা রাখেননি।
প্রয়োজনে বাইরে আসা মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, একদিনের জন্য নয়, এই জনতা কারফিউ আরো ৭ দিন করা হোক। যাতে করে মহামারীর আকার নেওয়া নভেল করোনা ভাইরাসের হাত থেকে সাধারণ মানুষ প্রাণে বেঁচে যান।