আমাদের ভারত, ২৭ মে: আবার আক্রমণ করলে তার পরিণতি কি হবে সেটা ওরা কল্পনাও করতে পারছে না। এবার আমরা গুঁড়িয়ে দেব। গিয়ানা থেকে এই ভাষাতেই পাকিস্থানকে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
থারুর বলেন, আমাদের যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে ছিল না। পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দিতেই ভারত হামলা চালিয়েছে। পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করলে ভারতও আর কিছু করবে না।
এরপরই কংগ্রেস সাংসদ শান্তির প্রতি ভারতের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমরা আজ শান্তিতে আছি, শান্তিতেই থাকতে চাই। তবে শান্তির সঙ্গে আমরা আমাদের শক্তিকেউ গুরুত্ব দিতে চাই। ভয় পেয়ে শান্তি বজায় রাখতে চাই না।”
একই সঙ্গে তিনি বলেন, আমরা কোনো আক্রমণে ভয় পাই না। যদি ওরা আবার হামলা চালায় আমরা তারও উত্তর দিতে প্রস্তুত। এবার আমরা গুঁড়িয়ে দেব।
পেহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান ও পাকিস্তান কিভাবে সন্ত্রাস ও জঙ্গিদের মদত দিচ্ছে সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছে ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে একাধিক প্রতিনিধি দল পাঠাচ্ছে। থারুরু নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল গিয়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল, আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দিন কয়েক আগেই তারা মার্কিন মুলুকে গিয়েছিলেন। এখন প্রতিনিধি দলটি রয়েছে গিয়ানায়। থারু ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন, তেজস্বী সূর্য, ভুবনেশ্বর কলিতা, শশাঙ্ক মণি ত্রিপাঠী, শম্ভাবী চৌধুরী, হরিশ বালাযোগী, মিলিন্দ দেওরা, সরফরাজ আহমেদ, তরঞ্জিত সিং।