আমাদের ভারত, ২৭ মে: খুব শীঘ্রই হাতে আসতে চলেছে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমবাট এয়ারক্রাফ্ট বা এএমসিএ। এর ফলে শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ু সেনা। গগণ সুরক্ষায় আরো পোক্ত হবে ভারত। আকাশ সীমা সুরক্ষায় বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে এক আসনে পৌঁছে যাবে ভারতীয় বায়ু সেনা।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই আধুনিক বিমান তৈরীর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। প্রায় ১৫ হাজার কোটি টাকা খরচে দেশে প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা অর্থাৎ ডিআরডিও’র অধীনস্ত এরোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি বা এডিএ- এই অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করবে। প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের আকাশ সীমাকে রক্ষা করতে এবং যুদ্ধবিমান তৈরিতে আত্মনির্ভর হতে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ।
এতদিন রাশিয়া, চীন ও আমেরিকার মতো দেশের হাতেই কেবল পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান ছিল। এবার সেই দলে নাম থাকবে ভারতেরও। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান শত্রু র্যাডার এড়াতে সক্ষম। ছুটতে পারে শব্দের থেকেও বেশি জোরে। ২০৩৫- এর মধ্যে সেই যুদ্ধবিমান প্রস্তুত হয়ে যাবে। অত্যাধুনিক যুদ্ধ বিমান হাতে চলে এলে অনেকটাই ক্ষমতাশীল হয়ে উঠবে ভারতের বায়ুসেনা। এডিএ দাবি করেছে, তারা দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করবে। ২০৩০ সালে উৎপাদন শুরু হলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে সেটা বায়ুসেনার হাতে তুলে দেওয়া সম্ভব হবে।