আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: দক্ষিণ- পূর্ব রেলের আদ্রা ও খড়্গপুর শাখায় ট্রেন চলাচল নিয়মিত করার দাবিতে বাঁকুড়ায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশন সংলগ্ন রেললাইনে নিত্যযাত্রীদের অবরোধে উত্তাল হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারিদের বক্তব্য, খড়্গপুর- আদ্রা লাইনে ট্রেন চলাচলের বেহাল অবস্থা। অধিকাংশ ট্রেন প্রায় প্রতিদিনই অতিরিক্ত দেরিতে চলাচল করে। অনেক ট্রেন সামান্য কারণে বাতিল করা হয়। এতে এই রুটের যাত্রীরা চরম সঙ্কটে রয়েছেন।
তাদের বক্তব্য, ১৮২০৭ খড়্গপুর- আসানসোল যাত্রীবাহী ট্রেনটি প্রত্যেকদিন নির্ধারিত সময়ের থেকে এক- দেড় ঘন্টা দেরিতে চলে। এতে নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়ছেন। তাদের অভিযোগ, ট্রেন দাঁড় করিয়ে মালগাড়ি পার করা হয়। ট্রেনের দেরির কারণে তাদের কর্মক্ষেত্রে ক্ষতির শিকার হতে হয় বা অফিসে মাথা নিচু করে ঢুকতে হয়। অতনু দত্ত, রথিন কর্মকার, শ্যামলী দাস সহ নিত্য যাত্রীদের বক্তব্য, নিয়মিত ট্রেন চালানোর জন্য তারা বহু আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি।এমনকি রেল দপ্তরের কাছে প্রতিবাদ করতে গেলে জোটে হেনস্থা। এই উদাসীনতার বিরুদ্ধে তারা সরব হয়েছেন।
এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধের জেরে চরম সমস্যায় পড়েন রেলযাত্রীরা। নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল ও সামান্য কারণে এই রুটে ট্রেন বাতিল না করার দাবি জানান অবরোধকারীরা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেলে অবশেষে অবরোধ তোলেন তারা। এই অবরোধের ফলে বাঁকুড়া স্টেশনে রূপসী বাংলা সহ একাধিক ট্রেন আটকে পড়ে।