Bankura, BJP, শুভেন্দুকে হেনস্থার প্রতিবাদ, বাঁকুড়ার রামসাগরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: হাওড়ার বেলগাছিয়ায় ধস পীড়িত এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী ও সমর্থকরা। দলীয় পতাকা হাতে নিয়ে এই অবরোধে নেতৃত্ব দেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। আজ সকালে বিধায়ক অমরনাথ শাখা বিজেপি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রামসাগরে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

তাদের অভিযোগ, “আগে তৃণমূল বিরোধী দলনেতাকে বাধা দিত। এখন পুলিশ নেমেছে বিরোধী দলনেতাকে বাধা দিতে।পুলিশকে লেলিয়ে দিয়ে এসব কাজ করানো হচ্ছে। অবিলম্বে এই ধরনের হেনস্থা বন্ধ করা দরকার। এটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

উল্লেখ্য, গত সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় ঘরহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু ওই এলাকায় আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। শুভেন্দুবাবু পৌঁছতেই তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের বাধা এড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিরোধী দলনেতা। এতে পুলিশের সঙ্গে তাঁর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এক বিজেপি নেতা। এমনকি শুভেন্দু অধিকারীর হাত কেটে যায় বলে অভিযোগ।

বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, এক এসআই তার হাতে আঘাত করেন। এতে তাঁর হাত ফেটে রক্ত বের হয়। এলাকায় ঢুকতে না পেরে শেষমেশ বিধানসভায় ফিরে আসে বিজেপির প্রতিনিধি দল। সেখানে তাঁর হাতে ব্যান্ডেজ করা হয়। দোষী পুলিশের ওপর কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি নিয়ে সুর চড়ায় শাসক দল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *