Sukanta, BJP, গ্রেটার বাংলাদেশ! হিন্দুদের নাম বাদ দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে, দাবি সুকান্তর

আমাদের ভারত, ২৫ মার্চ: রীতিমতো পরিকল্পনা করে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। এবার হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই কবল নয়, অভিযোগ করলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে। সোমবারের মতো এদিনও সুকান্ত মজুমদার ছবি সহ প্রমাণ তুলে ধরে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় চক্রান্তের অভিযোগ করে সরব হলেন।

পরিকল্পনা করে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার কাজ করা হচ্ছে বলে উপযুক্ত নথি নিয়ে শাহী দরবারে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার কাজ চলছে। তাঁদের দাবি, বেশ কিছু হিন্দু ভোটারদের কাছে “নট ইন্ডিয়ান” বলে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, তারা যে দেশের নাগরিক তার প্রমাণ দিক তারা। কিন্তু এবার এই অভিযোগের সঙ্গে আরও একটা বড় অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে তুলতে কোনো খামতি রাখছে না তৃণমূল কংগ্রেস সরকার। একদিকে যেমন হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কিভাবে রাজ্যের তোষণ সর্বস্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর চক্রান্ত করে পশ্চিমবঙ্গের হিন্দুদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন তার উপযুক্ত প্রামাণ্য নথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে দিয়েছেন।

তাঁর দাবি, পশ্চিমবঙ্গেকে গ্রেটার বাংলাদেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। তিনি লিখেছেন, ” বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর স্বপ্ন দেখা রাজ্যের শাসক দল তৃণমূলের আরও মারাত্মক একটি চক্রান্ত। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে।” তাঁর দাবি, বাংলাদেশের যশোর জেলার চৌগাছা অঞ্চলের বাসিন্দা শহিদুল বিশ্বাস, তার নাম রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়। তিনি জানিয়েছেন, “শুধু একজন শহিদুল নয়, গোটা পশ্চিমবঙ্গে এমন লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের সম্মানের সঙ্গে ভোটার তালিকায় সংযোজিত করেছে তৃণমূল।”

তিনি বাঙালি হিন্দুর উদ্দেশ্যে এই পোস্টের শেষে লিখেছেন, “ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠিন সংগ্রামে ছিনিয়ে আনা ‘হিন্দু হোমল্যান্ড’কে হিন্দু শূন্য করে ঠিক কাদের পশ্চিমবঙ্গের উত্তরসূরি বানানোর চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *