ভাতা বৃদ্ধির দাবিতে আত্মহত্যার হুমকি দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পঞ্চায়েত কর আদায়কারীদের

আমাদের ভারত, বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি: সম্মানজনক মাসিক ভাতার দাবিতে প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিয়ে খামবন্দী চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠালো পঞ্চায়েতের কর আদায়কারীরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত পঞ্চায়েতের কর আদায়কারীরা এক যোগে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিন বালুরঘাটে প্রধান ডাকঘরের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর আদায়কারীদের এমন আন্দোলনে শোরগোল পড়ে যায়। তাঁদের দাবি, সরকার সম্মানজনক মাসিক ভাতা বাড়িয়ে তাঁদের আত্মহত্যার হাত থেকে বাঁচাক। খামবন্দি চিঠিতে নিজেদের অসুবিধার কথা তুলে ধরে ডাক বাক্সে ফেলে যান তাঁরা।

দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পঞ্চায়েতের কর আদায়কারীর সংখ্যা প্রায় শতাধিক। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত থাকলেও তাঁদের সাম্মানিক অত্যন্ত নগন্য। সরকারের তরফে মাত্র ৬০০ টাকা এবং পঞ্চায়েত থেকে আনুসাঙ্গিক হিসাবে মাসে প্রায় ২২০০ টাকা পেয়ে থাকেন তাঁরা। বর্তমান অগ্নিমূল্যের বাজারে এত কম সাম্মানিক নিয়ে তাঁদের সংসার চালানো একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে এদিন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে চিঠি দিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রকাশ্যে আত্মহত্যা করবেন বলেও এদিন হুশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফে।

বৈদ্যনাথ শীল নামে এক কর আদায়কারী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে কাজ করে চলেছেন তাঁরা। কিন্তু অত্যন্ত সামান্য সাম্মানিক দেওয়া হয় তাঁদের। বর্তমানে অগ্নিমূল্যের বাজারে সেই অর্থ দিয়ে পরিবার চালানো দায়। যে কারণেই এদিন মুখ্যমন্ত্রীকে তাঁদের সমস্যা জানিয়ে চিঠি দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেঁছে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *