আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৫ এপ্রিল: বিজেপিতে যোগদান করলেন বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য মানস চক্রবর্তী। সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, লোকসভার প্রার্থী দেবাশিস ধর।
মানসবাবু বলেন, “আমি পঞ্চায়েতে তৃণমূলর দুর্নীতির বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়ে জয়ী হয়েছি। মানুষ আমাকে উন্নয়নের জন্য জয়ী করেছেন। কিন্তু নির্দলে থেকে সেই উন্নয়ন করা যাবে না। তাই বিজেপিতে যোগদান করলাম।“
দেবাশিসবাবু বলেন, “মানসবাবু তাঁর অনুগামীদের নিয়ে আমাদের দলে যোগদান করলেন। ভোটের আগে তাঁর যোগদান এলাকায় আমাদের সাংগঠনিক শক্তি যেমন বাড়ল, তেমনি মনোবলও বাড়ালো।”