Sukanta, BJP, TMC, এতো হৈচৈ কেন? গাড়ি তল্লাশি হলে হেলিকপ্টারে কেন নয়? চপার তল্লাশির ঘটনায় সরব তৃণমূলকে পাল্টা জবাব সুকান্তর

আমাদের ভারত, ১৫ এপ্রিল: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালানোর ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি, ইচ্ছে করে বিরোধীদের দমন করতে এইসব পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। এর পাল্টায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গাড়ি যদি তল্লাশি হতে পারে তাহলে হেলিকপ্টার কেন নয়? এতে এতো হৈচৈ করার কি আছে?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে। এই ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে বিরোধী দমনে কাজে লাগাচ্ছে বিজেপি। এর পাল্টায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আয়কর বিভাগের বক্তব্য সামনে চলে এসেছে। ইনকাম ট্যাক্স বিভাগ জানিয়েছে, নির্বাচন কমিশন তাদের তল্লাশি চালানোর জন্য বলেছে, তাই তারা করেছে।” এরপরই তিনি বলেন, ‘এই যে আজ রাস্তায় যাতায়াতের সময় আমি সংসদ আমার গাড়িতে হয়তো সার্চ হয় না কিন্তু আমাদের সব নেতাদের গাড়ি বারবার আটকানো হচ্ছে, আমাদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি বারবার যাওয়া আসার সময় আটকানো হচ্ছে। গাড়ি যদি চেক হতে পারে হেলিকপ্টার চেক না হওয়ার কি আছে? এতে অসুবিধার কি আছে? ওনার যদি লুকোনোর কিছু না থাকে। আমার গাড়িও চেক হতে পারে, এতে এত চৈচৈ- এর বিষয় তো আমি দেখতে পাচ্ছি না।”

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার হলদিয়ায় অভিষেকের কর্মসূচি ছিল, সেখানে যাওয়ার জন্য রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টার ট্রায়াল রানের কথা ছিল। সেই সময় আয়কর হানা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হলদিয়ায় অভিষেক বলেন, “হেলিকপ্টার থেকে এক পয়সাও উদ্ধার করতে পারেনি, উল্টে তল্লাশি চালানোর পর কপ্টারে উঠতেই দিচ্ছিল না। ট্রায়াল রান করতে দিচ্ছিল না।” আয়কর হানার পর ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও এই পরিদর্শন একেবারেই রুটিন বিষয় ছিল বলে জানিয়েছে‌ নির্বাচন কমিশন। এদিকে রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি করেছে নির্বাচন কমিশন। তামিলনাড়ু, নীলগিরি পৌঁছাতেই রাহুলের কপ্টারে তল্লাশি চালানো হয়। ওয়ানাড়ের কংগ্রেস প্রার্থীর চপারে তল্লাশি করে কমিশনের ফ্লাইং স্কোয়াড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *